রাতে ঘুমানোর সময় অনেকেরই মুখ থেকে লালা পড়ে যায়। সকালে বালিশে ভেজা দাগ দেখে অনেকেই বিব্রত বোধ করেন। অনেকের ধারণা এটি ঘুম গভীর হওয়ার লক্ষণ, আবার কেউ কেউ মনে করেন এটি কোনো অসুস্থতার ইঙ্গিত। আসলে কোনটি সত্য? চিকিৎসকরা বলছেন—ঘুমের মধ্যে লালা পড়া সাধারণ বিষয় হলেও কিছু ক্ষেত্রে এটি শরীরের ভেতরে চলমান জটিলতার সংকেত হতে পারে। মুখের লালা আমাদের হজম প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ উপাদান। সাধারণত জাগ্রত অবস্থায় আমরা নিয়মিত গিলি বলে মুখে লালা জমে না। কিন্তু ঘুমের সময় যদি মুখ খোলা থাকে বা নাক বন্ধ হয়ে যায়, তখন লালা মুখ দিয়ে বেরিয়ে আসে। ১.নাক বন্ধ থাকা বা সাইনাস সমস্যা:সর্দি, অ্যালার্জি বা সাইনোসাইটিসে ভোগা ব্যক্তিরা মুখ দিয়ে শ্বাস নেন, ফলে ঘুমের মধ্যে লালা বের হয়। ২.ঘুমের ভঙ্গি:চিৎ হয়ে ঘুমানোর বদলে পাশ ফিরলে বা...