এখন থেকে জিমেইলের মাধ্যমে যে কোনো ইনবক্সে এনক্রিপটেড মেসেজ পাঠানো যাবে। মাত্র কয়েকটি ক্লিকেই এই কাজ করা সম্ভব হবে। ফলে এখন থেকে আর আলাদা সফটওয়্যার ব্যবহার বা এনক্রিপশন সার্টিফিকেট আদান-প্রদানের ঝামেলা থাকছে না। গুগল বলছে, নতুন এই এনক্রিপশন ফিচারটি শুক্রবার থেকেই বেটা ভার্সনে চালু হয়েছে। আপাতত শুধু একই কোম্পানির ভেতরে থাকা এন্টারপ্রাইজ ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে সব ধরনের জিমেইল ব্যবহারকারীর জন্য এটি চালু হবে। এমনকি এ বছরেই থার্ড পার্টি ইমেইল প্রোভাইডারদের ইনবক্সেও এই সেবা পৌঁছাবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ভার্জ। বর্তমানে জিমেইলে যে এনক্রিপশন ব্যবস্থা রয়েছে তা এস/এমআইএমই প্রোটোকল-এর ওপর নির্ভরশীল। এতে বহিরাগত প্রাপকের কাছে নিরাপদে ইমেইল পাঠানো সম্ভব হলেও আগে থেকে কনফিগার করতে হয় এবং অনেক ধাপ অনুসরণ করতে হয়। নতুন প্রক্রিয়ায় বিষয়টি...