০৪ অক্টোবর ২০২৫, ০৬:৪৮ পিএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ০৬:৫৩ পিএম প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ইস্যুতে যারা আন্দোলন করছে, তাদের অনেকেই অতীতে আওয়ামী লীগের কর্মকাণ্ডে বাতাস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার (৪ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনডিপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সালাহউদ্দিন বলেন, ‘যারা পিআর-পিআর করছে, তাদের সঙ্গে থাকা রাজনৈতিক দলের অনেকে আমি-ডামির নির্বাচনে অংশ নিয়েছে। তারা আওয়ামী লীগের সব কর্মকাণ্ডে বাতাস করেছে।’ তিনি আরও বলেন, ‘পিআর মানে পার্মানেন্ট রেস্টলেসনেস। যেসব দেশে পিআর আছে সেখানে সবসময় অস্থিতিশীল পরিবেশ থাকে। এমন ব্যবস্থাকে আমরা আহ্বান জানাতে পারি না।’ তিনি বলেন, ‘পিআরে কে এমপি হবে সেটা ঠিক করবে আমির সাহেব বা মজলিসে শূরা। এমন পদ্ধতিতে জনগণের প্রতিনিধিত্ব থাকবে না। যারা হীন রাজনৈতিক...