এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগে-পরের উত্তাপের রেশ কি নারী ওয়ানডে বিশ্বকাপেও পড়বে? নারী ওয়ানডে বিশ্বকাপে রবিবার মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। সেই ম্যাচের আগে ভারতের নারী ক্রিকেট দল যখন কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত, তখন সেখানে হাজির হয় সাপ। শ্রীলঙ্কায় এ ধরনের সাপকে বলা হয় 'গারান্দিয়া'। এগুলো মূলত নিরীহ প্রজাতির ইদুরখেকো সাপ, যা মানুষের জন্য ভীতিকর নয়। প্রেমাদাসায় অবশ্য এমন দৃশ্য একেবারে নতুন নয়। লঙ্কা প্রিমিয়ার লিগের ম্যাচেও আগে দেখা মিলেছে সাপের। চলতি বছরের জুলাইয়ে শ্রীলঙ্কা-বাংলাদেশের ওয়ানডেতেও মাঠে ঢুকে পড়েছিল এই প্রজাতির সাপ। তবে এই সাপ বিষধর নয়। কামড়ায়ও না। গারান্দিয়া শুধু ইদুর খুঁজতে বের হয়। সাপটিকে দেখে কৌতূহলী হয়ে মজা নিতে দেখা গেছে ভারতের ক্রিকেটার, কোচিং স্টাফ ও মাঠে উপস্থিত সংবাদকর্মীদের। সাম্প্রতিক...