০৪ অক্টোবর ২০২৫, ০৬:১৪ পিএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ০৬:১৪ পিএম গাজা উপত্যকায় ইসরাইলের হামলা পুরোপুরি বন্ধ হবে কি না এবং সেখানে শান্তি ফিরবে কি না–এ নিয়ে এখনো রয়ে গেছে অনেক প্রশ্ন। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা মেনে ইসরাইলি জিম্মিদের মুক্তি দিতে রাজি হয়েছে হামাস, তবে কিছু বিষয়ে আলোচনা করতে চায় তারা। ট্রাম্প হামাসের বিবৃতিকে ইতিবাচকভাবে নিলেও তাদের 'আলোচনার' দাবি নিয়ে এখনো কিছু বলেননি। এদিকে, ট্রাম্পের পরিকল্পনার 'প্রথম ধাপ' অনুযায়ী গাজায় সামরিক অভিযান সীমিত করা হবে হবে বলে যদিও জানিয়েছে ইসরাইল, তবে হামলা পুরোপুরি বন্ধ হবে কি না এরকম কিছু বলেনি তারা। ট্রাম্প ইসরাইলকে গাজায় বোমা হামলা বন্ধ করার আহ্বান জানানোর পরও শনিবার ভোরে গাজায় বেশ কয়েকটি বিস্ফোরণ দেখা গেছে। অন্তত তিনটি জায়গায় ইসরাইলি হামলা হয়েছে বলে...