টিভি পর্দার একসময়ের জনপ্রিয় মুখ, অভিনেতা হাসান মাসুদ এখন শোবিজ থেকে একেবারেই দূরে। এক সময় একের পর এক দর্শকপ্রিয় নাটকে তাকে দেখা যেত, চলচ্চিত্রেও কাজ করেছেন। তবে হঠাৎ করেই তিনি শোবিজ অঙ্গন থেকে বিদায় নেন। সম্প্রতি দেশের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হাসান মাসুদ জানালেন, তিনি এখন একটি চাকরির খোঁজে রয়েছেন এবং অভিনয়ে ফিরতে চান না। তিনি বলেন, “আমি এখন একটা জব খুঁজছি। একটা জব পেলেই আমি জবে ঢুকে যাবো। সেটা যে ক্ষেত্রেই হোক। সেটা সাংবাদিকতা হতে পারে। এডমিনিস্ট্রেশন হতে পারে। আমি চেষ্টা করছি। হারিয়ে যাবো একেবারে।” একসময় সাংবাদিকতা করার অভিজ্ঞতা থাকা হাসান মাসুদ পুরনো পেশায় ফেরার ইঙ্গিতও দিয়েছেন। তিনি বলেন, “যদি ভালো সুযোগ পাই, সাংবাদিকতায় ফিরে যেতে ইচ্ছা আছে।” দর্শক ও ফ্যানদের উদ্দেশে তিনি আরও বলেন, “আমার শুধু একটাই অনুরোধ...