২০১৭ সালের শেষের দিকে মার্কিন নৌবাহিনী সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় (ইউএসসি) থেকে মানুষের মরদেহ কিনে। এই মরদেহগুলো ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চিকিৎসকদের ট্রমা সার্জারির প্রশিক্ষণে ব্যবহার করা হয়েছে। ইউএসসি অ্যানেনবার্গ মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, নৌবাহিনী কমপক্ষে ৮৯টি মরদেহের জন্য ৮ লাখ ৬০ হাজার ডলারেরও বেশি অর্থ পরিশোধ করেছে। এর মধ্যে লস অ্যাঞ্জেলেস জেনারেল মেডিকেল সেন্টারে ৩২টি মরদেহ ব্যবহার করে আইডিএফকে প্রশিক্ষণ দেওয়া হয়। চলমান চুক্তিতে নৌবাহিনী চাইলে অতিরিক্ত ২ লাখ ২৫ হাজার ডলারের মরদেহও কিনতে পারবে। ফলে গত সাত বছরে ইউএসসির আয় দাঁড়াবে প্রায় ১১ লাখ ডলার। তবে যুক্তরাষ্ট্রের অন্যান্য বিশ্ববিদ্যালয়ও এমন চুক্তি করেছে কি না তা জানা যায়নি। চিকিৎসকরা মার্কিন নৌবাহিনীর এই কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা জানতে চেয়েছেন, মৃতদেহের পরিবারের কি ধারণা আছে যে তাদের প্রিয়জনদের মরদেহ সেনা প্রশিক্ষণে...