‘মুনাফিক’ শব্দের অর্থ প্রতারক বা কপটচারী ব্যক্তি। ইসলামে মুনাফিক হলো ওই ব্যক্তি যে প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেছে, ইসলাম পালন করে, কিন্তু অন্তরে কুফরি লালন করে। “মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা বলে, আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছি অথচ আদৌ তারা ঈমানদার নয়। তারা আল্লাহ এবং ইমানদারদের ধোঁকা দেয়। অথচ এর মাধ্যমে তারা নিজেদের ছাড়া অন্য কাউকে ধোঁকা দেয় না। কিন্তু তারা তা অনুভব করতে পারে না। তাদের অন্তর ব্যধিগ্রস্ত আর আল্লাহ তাদের ব্যধি আরো বাড়িয়ে দিয়েছেন। মিথ্যাচারের কারণে তাদের জন্য নির্ধারিত রয়েছে ভয়াবহ আজাব। যখন তাদেরকে বলা হয় যে, দুনিয়ার বুকে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করো না, তখন তারা বলে, আমরা তো মীমাংসার পথ অবলম্বন করেছি। মনে রেখো, তারাই হাঙ্গামা সৃষ্টিকারী, কিন্তু তারা তা উপলব্ধি করে না। আর যখন...