কাওয়া চা কাশ্মীরের অন্যতম একটি বিখ্যাত পানীয়। এটি খেতে যেমন সুস্বাদু, শরীরের জন্যেও খুব উপকারী। এক কাপ কাওয়া চা খাবারের ভারসাম্য বজায় রেখে শরীরকে সতেজ রাখে। মনে আনে তারুণ্যের উচ্ছলতা। ত্বকে আসে প্রাকৃতিক উজ্জ্বলতা। এক চুমুক দিলেই সারাদিনের ক্লান্তি মিলিয়ে যাবে এক নিমিষে। উপকরণ১. পানি ২ কাপ২. গ্রিন টি পাতা ১ চা চামচ৩. দারুচিনি ১ টুকরো৪. এলাচ ২-৩ টি৫. লবঙ্গ ২ টি৬. বাদাম/পেস্তাকুচি ১ চা চামচ৭. মধু স্বাদমতো প্রস্তুত প্রণালিএকটি হাঁড়িতে পানি দিন। এবার এতে দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে ফুটিয়ে নিন। এরপর গ্রিন টি পাতা দিয়ে সামান্য ফুটিয়ে নামিয়ে...