ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়ে নারী ফিফা রেফারি হওয়ার পথে একধাপ এগিয়ে ছিলেন সারাবান তহুরা। আজ শনিবার (৪ অক্টোবর) দ্বিতীয়বার ফিটনেস টেস্টেও তহুরার জয়জয়কার। প্রথম ফিটনেস টেস্টে ছিলেন না দেশের প্রথম ফিফা নারী রেফারি জয়া চাকমা। আজ জয়া অংশ নিলেও পাস করতে পারেননি। বাংলাদেশে নারী ফিফা রেফারি ও সহকারী নারী ফিফা রেফারির কোটা একটি। সারাবান তহুরা ফিফা রেফারি ও সালমা আক্তার মনি সহকারী নারী ফিফা রেফারি হওয়ার অপেক্ষায়। বাফুফে আজ ২০২৬ সালের জন্য নির্বাচিত রেফারি-সহকারী রেফারিদের তালিকা পাঠাবে ফিফায়। যাচাই-বাছাই করে ফিফা আনুষ্ঠানিক অনুমোদন দিলেই তহুরারা ব্যাজ পাবেন। বাফুফের সকল যোগ্যতা-শর্ত সম্পন্ন হওয়ায় নারী...