অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডের চিত্র দেখলে রীতিমতো বিস্ময় জন্মাবে! ওপেনিংয়ে মিচেল মার্শের ১০৩ রান। পরের পাঁচ ব্যাটসম্যান কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। সাতে নামা মিচেল ওয়েনের রান ১৪৷ অথচ তারাই কিনা টি-টোয়েন্টি ম্যাচ জিতে নিল নিউ জিল্যান্ডের বিপক্ষে অতি সহজে। মাউন্ট মঙ্গানুইতে নিউ জিল্যান্ড আগে ব্যাটিং করে ৯ উইকেট ১৫৬ রান করে। অস্ট্রেলিয়া ১২ বল আগেই ৩ উইকেটের জয় নিশ্চিত করে। জয়ের পুরো কৃতিত্ব মার্শের। তার ঝড়ে স্রেফ উড়ে গেছে কিউইরা। ৫২ বলে ৮টি চার ও ৭টি ছক্কায় ১০৩ রান করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। তার বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়া ম্যাচ জিতে তিন ম্যাচ সিরিজও ২-০ ব্যবধানে নিশ্চিত করেছে। টি-টোয়েন্টি ক্রিকেটে মার্শের এটি প্রথম সেঞ্চুরি। ৮৮ মিনিট ক্রিজে কাটিয়ে ১৯৮ স্ট্রাইকরেটে খেলেন ইনিংসটি। তার সঙ্গে ১৩ রানে অপরাজিত থেকে ম্যাচ...