ইউক্রেন যুদ্ধ শুরু হলে রাশিয়াকে চাপে রাখতে নানা পদক্ষেপ নেয় পশ্চিমা বিশ্ব। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট হস্তক্ষেপ করে রাশিয়ার তেল বাণিজ্যেও। কিন্তু ভারতসহ কয়েকটি দেশের সঙ্গে মস্কোর বাণিজ্য সম্পর্কের কারণে সেই প্রচেষ্টা পুরোপুরি সফল হয়নি। রাশিয়ার দুর্বলতার সুযোগে অনেকটা কম দামে ভারত তেল কিনে নিচ্ছে। জো বাইডেনের প্রশাসন এ ক্ষেত্রে তেমন বাধা না দিলেও ডোনাল্ড ট্রাম্প বেশ চটেছেন।রাশিয়ার সাথে তেল বাণিজ্য অব্যাহত রাখার শাস্তি হিসেবে ২৫ শতাংশসহ ট্রাম্প প্রশাসন ভারতের উপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করে। তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মাথা নত না করার গর্জন করেছিলেন। কিন্তু মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রির দাবি করেছেন, ভারত ইতোমধ্যে রাশিয়ার তেল থেকে দূরে সরে যাচ্ছে।শনিবার হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ভারত ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনাও প্রায় ভেস্তে যেতে বসেছিল। তবে ফের দুই...