২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল জমকালো আয়োজনে উন্মোচন করেছে ফিফা। বলটির নকশায় আধুনিক প্রযুক্তি ও তিন আয়োজক দেশ- যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার সাংস্কৃতিক ছোঁয়া রাখা হয়েছে। বলটির নাম ‘ট্রাইওন্ডা’। নামটি এসেছে দুটি শব্দ থেকে- ‘ট্রাই’ ও ‘ওন্ডা’। ‘ট্রাই’ মানে তিন আর ‘ওন্ডা’ মানে ঢেউ। বলে লাল, সবুজ ও নীল এই তিন রঙের ঢেউ দিয়ে আয়োজক দেশগুলোকে বোঝানো হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নিউইয়র্কের ব্রুকলিন ব্রিজ পার্কে বিশ্বকাপের অফিসিয়াল বল উন্মোচন করে ফিফা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচ বিশ্বকাপজয়ী জার্মানির ইয়ুর্গেন ক্লিন্সম্যান, ব্রাজিলের কাফু, ইতালির আলেসান্দ্রো দেল পিয়েরো, স্পেনের জাভি হার্নান্দেজ ও ফ্রান্সের জিনেদিন জিদান। বলটি তৈরি করেছে জার্মান কোম্পানি অ্যাডিডাস। তারা ১৯৭০ সাল থেকে বিশ্বকাপের অফিসিয়াল বল সরবরাহ করে আসছে। এবারের বিশ্বকাপই ইতিহাসের প্রথম যা তিনটি দেশ যৌথভাবে আয়োজন করছে। এই কারণেই...