জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতৃত্ব অর্জনের পর রক্ষণশীল ঘরানার সানাই তাকাইচি দেশটিতে নতুন যুগ শুরুর বার্তা দিয়েছেন। ৬৪ বছর বয়সী এই নেত্রীকে এখন প্রধানমন্ত্রী হওয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে পার্লামেন্টের আনুষ্ঠানিক অনুমোদনের। এ মাসের শেষ দিকে জাপানের পার্লামেন্ট তাদের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তাকাইচিকে নির্বাচিত করবে বলে আশা করা হচ্ছে। খবর এএফপির। গত কয়েক দশক ধরে নিরবচ্ছিন্নভাবে এলডিপি জাপানের ক্ষমতাসীন দল হিসেবে শাসনকাজ চালিয়ে গেলেও সাম্প্রতিক সময়ে সেনসেইতো’র মতো অভিবাসনবিরোধী দলগুলোর প্রতি সমর্থন বাড়তে থাকায় তাদের প্রতি জনসমর্থন কমে আসছে। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারকে নিজের আদর্শ হিসেবে মেনে চলা সানাই তাকাইচি এলডিপির নেতা নির্বাচিত হওয়ার পর তার ক্ষয়িষ্ণু দলটির ভাগ্য ফেরাতে সামনে ‘পাহাড়সম কাজ’ রয়েছে বলে জানিয়েছেন। এলডিপির নেতৃত্ব পাওয়ার লড়াইয়ে নিজের কট্টরপন্থি অবস্থান থেকে সংযত হয়ে...