ঢাকা: দীর্ঘদিন বিদেশে অবস্থানের পর দেশে ফিরে গ্রেপ্তার হন হালট্রিপ কেলেঙ্কারির মূল হোতা ও সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসান। বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাসলিমা আক্তার এই তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, তাজবীরের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে, যা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয় এবং ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে।আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, গত শুক্রবার মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।২০২০ সালে হালট্রিপ সংস্থা গ্রাহকদের শত শত কোটি টাকা নিয়ে হঠাৎ উধাও হয়ে যায়, যা অনেক যাত্রী ও ট্রাভেল এজেন্সিকে ক্ষতিগ্রস্ত করে। পরে সংস্থাটির এই ব্যবস্থাপনা পরিচালক দেশের বাইরে চলে যান।নিউজজি/এস আর ঢাকা: দীর্ঘদিন বিদেশে অবস্থানের পর দেশে ফিরে গ্রেপ্তার হন হালট্রিপ কেলেঙ্কারির...