সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একটি দল ‘জান্নাতের টিকিট’ বিক্রি শুরু করেছে। জান্নাত কে পাবে তা একমাত্র আল্লাহ জানেন, অন্যথায় দাবি করা শিরকের শামিল। শনিবার (৪ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনের সবুজ চত্বরে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রুমানা মাহমুদ বলেন, ভোট দিলে জান্নাত পাওয়া যাবে—এ ধরনের বক্তব্য শিরক। নামাজ, রোজা ও ইবাদতের মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব। জনগণকে বিভ্রান্তি থেকে দূরে রাখতে ওলামা দলের নেতাকর্মীদের ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, ওলামা দল শুধু বক্তব্যেই সীমাবদ্ধ নয়, কর্মের মাধ্যমেও তা প্রমাণ করে। এই দলে দুর্নীতির সুযোগ নেই। ভ্রান্ত ধারণা ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার বিরুদ্ধে বিএনপির...