মধ্যপ্রাচ্যের রাজনৈতিক আকাশে একটি অপ্রত্যাশিত আলোর রেখা দেখা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনায় হামাস আংশিক সম্মতি জানিয়েছে। এর প্রেক্ষিতে ইসরায়েল গাজা দখল অভিযান স্থগিত করেছে। ট্রাম্পের ট্রুথ সোশ্যাল পোস্টে ইসরায়েলকে অবিলম্বে বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান এবং হামাসের জিম্মি মুক্তির প্রতিশ্রুতি হতে পারে নতুন সূচনা। যদিও প্রশ্ন থেকেই যায় যে, এই সূচনা কি সত্যিকারের শান্তির দিকে নিয়ে যাবে, নাকি আবারও একটি অসম্পূর্ণ চুক্তির ছায়ায় মিলিয়ে যাবে। হামাস জিম্মিদেরকে মুক্তি দিতে রাজি হয়েছে। যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশর এই প্রক্রিয়ায় মধ্যস্থতা করছে। কেউ কেউ মনে করছেন, যুদ্ধ থামানোর পথে এটা ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে এখনো অনেক প্রশ্ন রয়ে গেছে। হামাস বলছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবের কিছু শর্ত নিয়ে আরও আলোচনা দরকার। ইসরায়েলও তাদের সেনা তৎপরতা পুরোপুরি বন্ধ করেনি, শুধু...