সাড়ে সাতশ’ তায়কোয়ান্দোকার অংশগ্রহণে ইয়ুথ ওপেন তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। শুক্রবার রাজধানীর বিএফ শাহিন হলে জাকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত এই খেলায় অংশ নেন ১০ জেলা, ২৫ ক্লাবসহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী তায়কোয়ান্দোকারা। ২১টি ইভেন্টে অংশ নেন পাঁচশ’ জন তরুণ ও আড়াইশ তরুণী। প্রতিযোগিতার উদ্বোধন করেন সহকারী চীফ অব এয়ার স্টাফ (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল রুশাদ দিন আসাদ। এসময় তায়কোয়ান্দো ফেডারেশনের সহ-সভাপতি আবদুস শাকুর চৌধুরী ও বাংলাদেশ তায়কোয়ান্দো অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদুল ইসলাম রানা উপস্থিত ছিলেন। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। সাড়ে সাতশ’ তায়কোয়ান্দোকার অংশগ্রহণে ইয়ুথ ওপেন তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। শুক্রবার রাজধানীর বিএফ শাহিন হলে জাকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত এই খেলায় অংশ নেন ১০...