০৪ অক্টোবর ২০২৫, ০৫:০২ পিএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ০৫:০২ পিএম এই সপ্তাহে গাজায় ফিলিস্তিনিদের কাছে সাহায্য পৌঁছানোর চেষ্টা করার সময় ইসরাইল কর্তৃক আটক করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সাথে সংহতি প্রকাশ করে লাখ লাখ মানুষ সাধারণ ধর্মঘটের অংশ হিসেবে ইতালি জুড়ে রাস্তায় নেমে এসেছে। ‘৪০ জন ইতালীয় নাগরিক বহনকারী ফ্লোটিলার প্রতিরক্ষায়’ এবং ‘গণহত্যা বন্ধ করার জন্য’ বেশ কয়েকটি ট্রেড ইউনিয়ন কর্তৃক ধর্মঘটের ডাক দেওয়ার পর শুক্রবারের বিক্ষোভে ২০ লাখেরও বেশি মানুষ অংশ নিয়েছিল, সিজিআইএল (ইতালীয় জেনারেল কনফেডারেশন অফ লেবার) এক্স-এ লিখেছে। তুরিন-ভিত্তিক দৈনিক লা স্ট্যাম্পা জানিয়েছে যে, এই আন্দোলনে সরকারি ও বেসরকারি খাত জড়িত ছিল, রেল, বিমান, মেট্রো এবং বাস পরিবহন, স্বাস্থ্যসেবা এবং স্কুল বন্ধ করে দেওয়া হয়েছিল। বিভিন্ন ভিন্নমতের মধ্যে, বিক্ষোভকারীরা পিসা, পেসকারা, বোলোগনা এবং মিলানের কাছে মহাসড়ক...