কুয়াকাটায় ধুলাশ্বার ইউনিয়নের নতুনপাড়া গ্রামের পাঁচ জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন। টানা সাত দিন পেরিয়ে গেলেও তাদের কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ জেলেরা হলেন—মিলন বিশ্বাস, মিরাজ বিশ্বাস, রায়হান হাওলাদার, কাইউম ও ইউনুস। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৮ সেপ্টেম্বর) ভোরে ধুলাশ্বার ইউনিয়নের নতুনপাড়া জেলে ঘাট থেকে একটি লাল রঙের ফাইবার নৌকা নিয়ে তারা বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। এরপর থেকেই তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ পাওয়া যায়নি। নিখোঁজ জেলে মিলন বিশ্বাসের ভাই মুস্তাকিন বিশ্বাস বলেন,আমার ভাইসহ আরও চারজন জেলে সমুদ্রে গিয়েছিল মাছ ধরতে। সাধারণত তারা দুই দিন পরপর ফিরে আসে। কিন্তু এবার সাত দিন পার হয়ে গেলেও কোনো খোঁজ মেলেনি। উপরন্তু এখন সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। আমরা আশঙ্কা করছি, সাম্প্রতিক নিম্নচাপের প্রভাবে তাদের নৌকাটি ডুবে গেছে অথবা...