বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটি ও কন্ট্রোল কমিশনের সাবেক সদস্য, বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, কৃষক আন্দোলন ও নারী আন্দোলনের অন্যতম নেত্রী বীর মুক্তিযোদ্ধা লীনা চক্রবর্তী (৮৯) গুরুতর অসুস্থ অবস্থায় সাভার এনাম মেডিকেলে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টায় মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে সিপিবি। শনিবার (৪ অক্টোবর) সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এক বিবৃতিতে লীনা চক্রবর্তীর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। বিবৃতিতে নেতারা বলেন, লীনা চক্রবর্তী এদেশের শোষিত নিপীড়িত শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে একজন নিবেদিত প্রাণ। তিনি...