ফেনীর দাগনভূঞা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মমারিজপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী বর্ণিল আয়োজনে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে নবীন-প্রবীণের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি। শনিবার দুপুরে স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বিদ্যালয়টির পরিচালনা পর্ষদ সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়েবুল হক, স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন, ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব ডা. তাবারক উল্যাহ চৌধুরী বায়েজিদ। সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব মতিউর রহমান চৌধুরী পলাশ ও সাংস্কৃতিক সংগঠক সৈয়দ আশরাফুল হক আরমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম, জেলা জামায়াতের আমীর মাওলানা মুফতি আবদুল হান্নান, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে...