নারায়ণগঞ্জে চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঘোষণা দেওয়ার পর থেকেই একটি প্রভাবশালী গোষ্ঠী তার রাজনৈতিক সামাজিক ক্যারিয়ার বিনষ্ট করার জন্য হীন ষড়যন্ত্র করছে। তাকে মনোনয়ন থেকে দূরে রাখতে দল ও সমাজের কাছে হেয়প্রতিপন্ন করার জন্য নারী ও শিশু নির্যাতন আইনে তার বিরুদ্ধে মামলা কারার জন্য লোক ভাড়া করেছে। ৩০ লাখ টাকা চুক্তিতে লোক ভাড়া করে ১৫ লাখ টাকা অগ্রীম দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। মাসুদ আরও বলেন, তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলার করার জন্য বিএনপির ঐতিহ্যবাহী একটি পরিবার যে গ্রুপকে ভাড়া করেছে, সে গ্রুপই তাকে (মাসুদকে) এসব জানিয়েছে। গ্রুপের একজন প্রথমে তাকে জানায় আপনার...