০৪ অক্টোবর ২০২৫, ০৫:১৯ পিএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ০৫:১৯ পিএম বিখ্যাত হিপ-হপ র্যাপার সিন জন কম্বস ওরফ ডিডি কম্বস পতিতাবৃত্তি সম্পর্কিত অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন শুক্রবার। বিচারে তার চার বছরেরও বেশি সময়ের জন্য কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। ম্যানহাটনের ফেডারেল আদালতে সারাদিনব্যাপী শুনানির পর মার্কিন জেলা জাজ অরুণ সুব্রহ্মণ্যম ৫৫ বছর বয়সী কম্বসকে ৫০ মাসের কারাদণ্ড দিয়েছেন। বিচারক হিপ-হপ কিংবদন্তিকে বছরের পর বছর ধরে পূর্ববর্তী দুই প্রেমিকাকে নির্যাতন করার জন্যও তিরস্কার করেছেন। ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর গ্রেফতারির পর থেকে কম্বসকে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। ইতিমধ্যেই ডিটেনশন সেন্টারে ১ বছর কাটিয়ে ফেলেছেন সিন জন কম্বস। তাই হয়তো তিন বছরের মধ্যেই তিনি মুক্তি পাবেন। ৫৫ বছর বয়সী কম্বসকে জুলাই মাসে দুই প্রাক্তন বান্ধবীকে মাদক-প্ররোচিত যৌন পরিবেশনায় অংশগ্রহণের জন্য এবং...