বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচিত হবেন ডিসেম্বরে। তার নেতৃত্বে দলটি আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। এমনটাই জানিয়েছেন জামায়াত নেতৃবৃন্দ। জামায়াতের নতুন আমির নির্বাচনে অংশ নেবেন দেশের ১ লাখেরও বেশি রুকন সদস্য। গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত এই নির্বাচন দলটির কেন্দ্রীয় নেতৃত্ব কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসবে। দলটির গঠনতন্ত্র অনুযায়ী, বিদায়ী কেন্দ্রীয় মজলিশে শূরা তিন সদস্যের একটি প্রার্থী প্যানেল প্রস্তুত করে দেয়। রুকন সদস্যরা এই প্যানেল থেকেই ভোট দিয়ে আমির নির্বাচিত করেন। তবে ভোটাররা চাইলে প্যানেলের বাইরের কাউকে ভোট দিতে পারেন। বর্তমান আমির ডা. শফিকুর রহমান ২০১৯ সালে প্রথমবার দায়িত্ব গ্রহণ করেন। পরে ২০২২ সালে পুনর্নির্বাচিত হন তিনি। তিন বছরের মেয়াদ পূর্ণ হতে যাচ্ছে চলতি ডিসেম্বরে। যদিও গঠনতন্ত্রে মেয়াদ নির্দিষ্ট থাকলেও, একজন ব্যক্তি কতবার আমির হতে পারবেন...