রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্য দিয়ে রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে স্নায়ুযুদ্ধের তীব্রতা এখন তুঙ্গে। এর জের ধরে পোল্যান্ডের আকাশসীমা সাময়িক বন্ধ করে দেওয়াসহ বাল্টিক সাগরে ন্যাটোর উপস্থিতি বেড়ে যাওয়ায় ইউরোপজুড়ে চরম সামরিক উত্তেজনা বিরাজ করছে। এই পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপকে কঠোর বার্তা দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন যে, রাশিয়াকে উস্কানি দেওয়া হলে শীঘ্র পাল্টা জবাব দেওয়া হবে। শুক্রবার রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সোচি শহরে পররাষ্ট্রনীতি বিষয়ক এক ফোরামে পুতিন বলেন, ক্রেমলিন ইউরোপের ক্রমবর্ধমান সামরিকীকরণের উপর নিবিড়ভাবে নজর রাখছে। তিনি অভিযোগ করেন, সব ন্যাটো দেশই এখন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হতে প্রস্তুতি নিচ্ছে। ইউরোপের সামরিকীকরণে কঠোর বার্তাদ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ন্যাটো জোটের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কাও বাড়ছে। পুতিন সতর্ক করে দিয়ে বলেন, জার্মানির সেনাবাহিনীকে ইউরোপের সবচেয়ে শক্তিশালী...