বাংলাদেশ এওটিএস অ্যালামনাই সোসাইটি (বিএএএস)-এর ২০২৫-২০২৭ মেয়াদের জন্য নতুন ২১ সদস্যের নির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সম্প্রতি রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত ৩৯তম বার্ষিক সাধারণ সভায় নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে। নবনির্বাচিত কমিটির সভাপতি হয়েছেন হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর সিইও ও ডিএমডি মোহাম্মদ হালিমুজ্জামান। সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন সোডিক্যাল কেমিক্যালস লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর ও উদ্যোক্তা শেখ নিজাম উদ্দিন আহমেদ এবং কোষাধ্যক্ষ হয়েছেন উর্মি গ্রুপ-এর গ্রুপ সিইও মীর আশরাফুল হোসেন। কমিটির চারজন ভাইস প্রেসিডেন্ট হলেন—সৈয়দ আহসানুল আপন (সিনিয়র ভাইস প্রেসিডেন্ট), ডা. মোহাম্মদ জাকির হোসেন, মোসলে উজ জামান, মুজিবুল ইসলাম পন্না। বাকি নির্বাচিত সদস্যরা হলেন—যুগ্ম সম্পাদক ওয়ালিউর রহমান ও আবুল কালাম আজাদ, যুগ্ম কোষাধ্যক্ষ শেখ মুস্তাহিদুর রহমান ও...