রাজা হলে ব্রিটিশ রাজতন্ত্রে পরিবর্তন আনার কথা জানিয়েছেন প্রিন্স অব ওয়েলস উইলিয়াম। অ্যাপল টিভি+ এর দ্য রিলাকটেন্ট ট্রাভেলার অনুষ্ঠানের জন্য অভিনেতা ইউজিন লেভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি খোলামেলা অভিব্যক্তি প্রকাশ করেন।কথোপকথনের এক পর্যায়ে রাজা হিসাবে ভবিষ্যৎ ভূমিকা সম্পর্কে প্রশ্ন করলে উইলিয়াম বলেন, ‘পরিবর্তন যে আমার এজেন্ডার মধ্যে আছে তা নিশ্চিন্তে বলা যায়। ভালোর জন্য পরিবর্তন- আমি একে সাধুবাদ জানাই। কিছু পরিবর্তন আনতে পারব এই ভাবনা আমাকে উদ্দীপ্ত করে। তবে একেবারে আমূল নয়, প্রয়োজনীয় পরিবর্তনই হবে।’উইন্ডসর প্রাসাদ ঘুরে দেখাতে দেখাতে এই আলাপ হয়। অভিনেতার সঙ্গে দেখা করতে বৈদ্যুতিক স্কুটারে করে আসেন উইলিয়াম, যা তিনি সাধারণত প্রাসাদ ঘোরার সময় ব্যবহার করেন। তিনি জানান, তিনি আমেরিকান পাই চলচ্চিত্র সিরিজের ভক্ত, যেখানে লেভি দীর্ঘদিন বাবার চরিত্রে অভিনয় করেছেন।আলোচনায় পারিবারিক ইতিহাস নিয়েও কথা বলেন উইলিয়াম।...