বরিশালের গৌরনদীতে রাতের আধাঁরে সরকারি জায়গার গাছ কাটার সংবাদ প্রকাশের জের ধরে মিজান সরদার নামের এক সাংবাদিকের ওপর হামলা ও হত্যার হুমকি দেওয়া হয়েছে।শুক্রবার (৩ অক্টোবর) রাতে নির্যাতিত সাংবাদিক ৫ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ৭ জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেছেন।ভুক্তভোগী সাংবাদিক ‘বাংলাদেশের খবর’ পত্রিকার গৌরনদী প্রতিনিধি ও প্রেসক্লাবের সদস্য। মিজান সরদার অভিযোগ করে বলেন, রাতের আধাঁরে সরকারি জায়গার গাছ কেটে সমালোচনার মুখে স্বেচ্ছাসেবক দলের গৌরনদী শাখার যুগ্ন আহবায়ক সফিকুল ইসলাম রোকনকে কারণ দর্শানোর নোটিশ দেয় জেলা স্বেচ্ছাসেবক দল।এ নিয়ে গত ১৫ সেপ্টেম্বর ‘সরকারী গাছ কেটে তদন্তের মুখে স্বেচ্ছাসেবক দল নেতা’ শিরোনামে আমার পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। পরবর্তীতে ঘটনার সত্যতা পেয়ে রোকনকে বহিস্কার করে দল। এরপর থেকেই রোকন ও তার সহযোগিরা আমার ওপর ক্ষিপ্ত ছিলো।গত বৃহস্পতিবার...