পারপ্লেক্সিটির এআই ব্রাউজার ‘কমেট’ এখন থেকে সবাই বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। এর আগে ব্রাউজারটি শুধু পারপ্লেক্সিটি ম্যাক্স গ্রাহকদের জন্য উন্মুক্ত ছিল, যার মাসিক খরচ দুইশ ডলার। পারপ্লেক্সিটি বলছে, কমেট এরইমধ্যে ইন্টারনেটের সবচেয়ে আলোচিত ব্রাউজারে পরিণত হয়েছে। লাখো ব্যবহারকারী অপেক্ষমাণ তালিকায় ছিলেন। তবে এখন সেই তালিকা তুলে দেওয়া হয়েছে এবং যে কেউ চাইলে বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। কোম্পানিটির দাবি, এটি কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয় বরং কমেট এখন থেকে সবসময়ই ফ্রি থাকবে। প্রযুক্তি সাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুসারে, কমেট একটি এআই-চালিত ব্রাউজার যেখানে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে থাকে পারপ্লেক্সিটি এআই। প্রতিটি সার্চের সঙ্গে সাইডবারে একটি চ্যাটবট এক্সেস পাওয়া যায়। ব্যবহারকারীরা সেই চ্যাটবটকে প্রশ্ন করতে পারেন, টেক্সট সারাংশ পেতে পারেন, এমনকি ইমেইল পাঠানো বা লোকেশন খোঁজার মতো কাজও করাতে পারেন। কমেট...