ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ। একসময় সিনেমাতেও অভিনয় করেছেন। তবে হঠাৎ করেই তিনি আড়ালে চলে যান। বর্তমানে আর পর্দায় সেভাবে দেখা যায় না তাকে। সম্প্রতি হানিয়া আমিরকে নিয়ে মন্তব্য করে আলোচনায় এলেও এবার নতুন কারণে খবরের শিরোনাম হয়েছেন এই অভিনেতা। জানালেন, অভিনয়ে ফেরার ইচ্ছা নেই; এখন তিনি চাকরি খুঁজছেন। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে হাসান মাসুদ বলেন, “আমি এখন একটা জব খুঁজছি। যে ক্ষেত্রেই হোক না কেন— সাংবাদিকতা, প্রশাসন কিংবা অন্যকিছু। একটা সুযোগ পেলেই চাকরিতে ঢুকে যাব। অভিনয় থেকে একেবারেই হারিয়ে যাব।” সাংবাদিকতা থেকে অভিনয়ে আসা এই অভিনেতা পুরনো পেশায় ফেরার সম্ভাবনার কথাও জানান। তার ভাষায়, “সাংবাদিকতায় ফেরার ইচ্ছে আছে। তবে সেটা নির্ভর করছে ভালো অফার পাওয়ার ওপর।” দর্শকদের উদ্দেশেও একটি বার্তা দিয়েছেন হাসান মাসুদ। তিনি বলেন, “দর্শকদের কাছে আমার অনুরোধ— সবসময়...