০৪ অক্টোবর ২০২৫, ০৫:৩৪ পিএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ০৫:৩৪ পিএম ছয় দফা দাবিতে সাতক্ষীরায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন স্বাস্থ্য সহকারীরা। ফলে আগামী ১২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টাইফয়েডের টিকা ক্যাম্পেইনসহ সব ধরনের ক্যাম্পেইন কার্যক্রম অনিশ্চিত হয়ে পড়েছে। শনিবার (৪ অক্টোবর) সকালে সাতক্ষীরা সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এই কর্মবিরতি শুরু হয়েছে। এতে অংশ নিয়েছেন, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সদর উপজেলা শাখার সদস্যরা। ছয় দফা দাবির মধ্যে রয়েছে—বেতন বৈষম্য নিরসন, নিয়োগ বিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতায় স্নাতক বিজ্ঞান সংযোজন, ইন-সার্ভিস ডিপ্লোমার মাধ্যমে ১১তম গ্রেডে প্রতিকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদান। কর্মসূচিতে সভাপতিত্ব করছেন, সংগঠনের সভাপতি মো: মোশারফ হোসেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আব্দুর শহিদ, স্বাস্থ্য সহকারী শারমিন নাহার,...