ঢাকা: শিল্পী ও সাহিত্যিকদের মৃত্যুর পর কেন তাদের নিয়ে অনুষ্ঠান করা হয় বা জীবদ্দশায় তাদের জন্য কেন কিছু করা হয় না—এই প্রশ্নের কৈফিয়ত দিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শনিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি ব্যাখ্যা করেন।মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “আমার একজন বন্ধুর লেখা দেখেছি, যেখানে উঠে এসেছে কেন শিল্পী-সাহিত্যিকদের মৃত্যুর পর উদযাপন করা হয়, জীবদ্দশায় তাদের জন্য কেন কিছু হয় না—বিশেষ করে আহমদ রফিকের মৃত্যুর প্রসঙ্গে এই প্রশ্নটি তুলেছেন। এটি অনেকেরই স্বাভাবিক প্রশ্ন, যেটা আমরাও আগে করতাম।”তিনি আরও জানান, “আহমদ রফিক জীবিত অবস্থায়ই আমরা তার সঙ্গে যোগাযোগ রাখতাম। আমাদের একটি বড় পরিকল্পনা রয়েছে বাংলাদেশি কিংবদন্তিদের জীবন ও কর্ম সেলিব্রেট করার। এটি প্রথমে স্থানীয় পর্যায়ে শুরু হবে, পরে ধীরে ধীরে আন্তর্জাতিক পর্যায়েও বিস্তৃত হবে। শিল্পকলা...