ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অনন্য একটি নাম হলেও রাজনৈতিক কারণে তার ক্যারিয়ার ভিন্ন মাত্রা পেয়েছে। শুক্রবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, “মাশরাফি আমাদের আইডল ছিলেন। কিন্তু শুধুমাত্র রাজনৈতিক কারণে তাকে যে পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, তা ভবিষ্যতের খেলোয়াড়দের জন্য শিক্ষণীয় উদাহরণ হয়ে থাকবে।” জুলাই আন্দোলনের অগ্রসেনানী আসিফ মনে করেন, চলমান বা সক্রিয় কোনো খেলোয়াড়ের রাজনীতিতে জড়িত হওয়া উচিত নয়। তার মতে, বিগত ফ্যাসিবাদী সরকারের সময় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট (Conflict of Interest) বলে কোনো বিষয় কার্যকর ছিল না। নীতিনির্ধারকরা যেমন রাজনীতিতে সক্রিয় ছিলেন, তেমনি খেলোয়াড়দেরও রাজনৈতিকভাবে ব্যবহার করা হতো। আসিফ বলেন, “পৃথিবীর অন্য কোথাও হয়তো এমনটা দেখা যায় না। কিন্তু বাংলাদেশে খেলোয়াড়দের রাজনৈতিক মাঠে...