রঙিন রশি ঘেরা পুকুরে ভাসানো রান্নার বড় বড় পাতিল আর তাতে উঠে বসলেন একেকজন প্রতিযোগী। রেফারি হুইসেল দেওয়ার সঙ্গে সঙ্গে প্রতিযোগীরা দুই হাতকে বৈঠা বানিয়ে শুরু করলেন বাইচ। বাইচে কেউ যাচ্ছে ডুবে, কেউ বা হারাচ্ছেন দিক আর তাতেই দর্শকদের করতালি আর উল্লাসে মুখর হয়ে উঠে পুরো এলাকা। গুলিপেঁচা গ্রামে রং বেরংয়ে পুকুরপাড় সাজানো হয়। সেখানে সমবেত হয়েছিল শত শত কৌতূহলী দর্শক। সবার আকর্ষণ নতুন এই পাতিল বাইচে। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গুলিপেঁচা গ্রামে শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকালে ব্যতিক্রমী পাতিলবাইচ প্রতিযেগিতা অনুষ্ঠিত হয়ে গেল। তিন দিনব্যাপী এই বাইচকে ঘিরে গ্রামে উৎসমুখর পরিবেশ সৃষ্টি হয়। হাজার হাজার মানুষকে বিনোদন দিতে পেরে খুশি আয়োজকরা। আরও পড়ুনআরও পড়ুন‘বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা চায় না ভারত’ দর্শনার্থীরা বলেন, বছর বছর যেন এমন ব্যতিক্রমধর্মী পাতিলবাইচ আয়োজন করা হয়। বর্ষার...