জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন ঘিরে রাজনৈতিক অঙ্গনে আবারও জটিলতা তৈরি হয়েছে। প্রস্তাবিত ৮৪টি সংস্কার নিয়ে খসড়া চূড়ান্ত হলেও, বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মতানৈক্য রয়ে গেছে। জাতীয় ঐকমত্য কমিশন রবিবার (৫ অক্টোবর) ফের আলোচনায় বসছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। লক্ষ্য ১০ অক্টোবরের মধ্যে বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত করে সরকারকে দেওয়া এবং ১৫ অক্টোবরের মধ্যে পূর্ণাঙ্গ সনদে দলগুলোর স্বাক্ষর নিশ্চিত করা। কিন্তু সংশয় থেকেই যাচ্ছে এই সময়সীমায় ঐকমত্য আদৌ সম্ভব কিনা। জাতীয় ঐকমত্য কমিশন থেকে জানা গেছে, আগামীকাল রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা পুনরায় আলোচনায় বসতে যাচ্ছে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে। কমিশনের পরিকল্পনা, ওই দিনই আলোচনা চূড়ান্ত করে ১০ অক্টোবরের মধ্যে বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে সরকারের কাছে সুপারিশ জমা দেওয়া। কমিশনের মেয়াদ শেষ হবে ১৫ অক্টোবর, তার আগেই সব দলের স্বাক্ষরের...