‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ এর ওপর ইসরায়েলি সেনাদের নৃশংস আক্রমণের প্রতিবাদে মানববন্ধন করেছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)। তাদের দাবি ফিলিস্তিনের মানুষ কেবল মুসলমান বলেই আজ তাদের ওপর ইজরায়েল অমানবিক হত্যাযজ্ঞ চালাচ্ছে। শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এই মানববন্ধনে ইউটিএলের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও মানবাধিকারকর্মীরা অংশ নেন।আরো পড়ুন:এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ও ভাতা শতাংশ ভিত্তিতে বাড়ানোর প্রস্তাবশিক্ষকদের নিয়ে অশালীন মন্তব্য, ছাত্রদল নেতার চারিত্রিক সনদ বাতিল এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ও ভাতা শতাংশ ভিত্তিতে বাড়ানোর প্রস্তাব শিক্ষকদের নিয়ে অশালীন মন্তব্য, ছাত্রদল নেতার চারিত্রিক সনদ বাতিল মানববন্ধনের অধ্যাপক মো. বেলাল হোসাইনের সঞ্চলনায় ইউটিএলের সদস্য ড. মো. কামরুল হাসান বলেন, “বিশ্ববিবেক আজ নিশ্চুপ রয়েছে। বিশ্ব সংস্থাগুলো প্রত্যাশা অনুযায়ী এগিয়ে আসছে না। গাজা উপত্যকাকে ইজরায়েল মৃত্যু উপত্যকায় পরিণত করেছে।...