নেত্রকোনার কেন্দুয়ায় বিলুপ্তপ্রায় লোকসংস্কৃতির অন্যতম এক অধ্যায় "ভাট কবিতা" বিষয়ক এক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজন করে কেন্দুয়ার সাহিত্য অঙ্গনের অন্যতম সংগঠন ‘চর্চা সাহিত্য আড্ডা’। শুক্রবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত কেন্দুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আসরে মধ্যমণি ছিলেন দেশবরেণ্য লোকসংগীত শিল্পী কুদ্দুস বয়াতী। আলোচক ছিলেন ভাট কবিতার লেখক নুরুল ইসলাম, পালা নাট্যকার ও লোকসাহিত্য গবেষক রাখাল বিশ্বাস, কবি, শিল্পী ও লোকসাহিত্য গবেষক আবুল বাসার তালুকদার। চর্চা সাহিত্য আড্ডার উপদেষ্টা গীতিকবি মীর্জা রফিকুল হাসানের সভাপতিত্বে এবং চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়কারী রহমান জীবনের সঞ্চালনায় আসরে অন্যদের মধ্যে আলোচনা করেন- কেন্দুয়া মিডিয়া ক্লাবের সভাপতি চারণ সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মামুনুর রশীদ, সাবেক সভাপতি আবুল কাশেক আকন্দ, কবি জহিরুল হক খান, সান্দিকোনা স্কুল...