টাঙ্গাইলে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন ও ভ্যাক্সিনেশন প্রোগ্রামের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন সুলতান সালাউদ্দিন টুকু। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘‘তারেক রহমান বলেছেন আগামী দিনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে কৃষকের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই ফারমার্স কার্ডের মাধ্যমে কৃষক সমস্ত সেবা পাবে।’’ শনিবার (৪ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার আগবিক্রমহাটীতে মেজর জেনারেল মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন ও ভ্যাক্সিনেশন প্রোগ্রামের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।আরো পড়ুন:সংবিধান বদলের অধিকার কারো নেই: সালাহউদ্দিনপ্রশাসনে ইসলামপন্থি রাজনৈতিক দলের লোকদের বসানো হচ্ছে: রিজভী প্রশাসনে ইসলামপন্থি রাজনৈতিক দলের লোকদের বসানো হচ্ছে: রিজভী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘‘এই কার্ড দিয়ে কৃষক কৃষি উৎপাদনের সহযোগিতা পাবে, অন্যদিকে কৃষি পণ্যের ন্যায্য মূল্যও পাবে। খামারিরা...