দোষ স্বীকার করেছেন অভিযুক্ত দুই যুবক—অরোক্ষস্বামী দাইসন ও রাজেন্দ্রন মায়লারাসান। স্থানীয় গণমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস জানিয়েছে, তারা দুজন গত ২৪ এপ্রিল ভারত থেকে ট্যুরিস্ট ভিসায় সিঙ্গাপুরে যান। দুই দিন পর লিটল ইন্ডিয়া এলাকায় ঘোরাঘুরির সময় এক অজ্ঞাত ব্যক্তি তাদের কাছে যৌনকর্মীদের যোগাযোগ নম্বর দেন। এরপর অরোক্ষস্বামী তার বন্ধুকে জানান, তারা ওই নারীদের ডেকে এনে তাদের অর্থ ও সম্পদ লুট করতে পারেন। রাজেন্দ্রন এতে সম্মতি দেন। পরিকল্পনা অনুযায়ী, সেদিন সন্ধ্যায় তারা এক যৌনকর্মীকে একটি হোটেলে ডেকে আনেন। পরে তার হাত-পা বেঁধে স্বর্ণালঙ্কার, নগদ দুই হাজার সিঙ্গাপুর ডলার, পাসপোর্ট ও ব্যাংক কার্ড নিয়ে নেন। এরপর রাত ১১টার দিকে একই কৌশলে আরেক যৌনকর্মীকে হোটেলে ডেকে এনে তার হাত বেঁধে মুখে কাপড় গুজে দেন। তার কাছ থেকে ৮০০ সিঙ্গাপুর ডলার, দুটি মোবাইল ফোন ও...