অবরুদ্ধ গাজায় ইসরায়েলের বিরুদ্ধে প্রায় দুই বছরের যুদ্ধের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনার বেশ কয়েকটি অংশ মেনে নিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। রোববারের মধ্যে চুক্তি না মানলে ফিলিস্তিনি গোষ্ঠীর ওপর নরক নেমে আসবে, গাজাবাসীকে সরে যেতে বললেন ট্রাম্প তবে কিছু বিষয়ে এখনও বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে তারা। আলজাজিরার এক খবরে বলা হয়, ট্রাম্পের দেওয়া ২০ দফা যুদ্ধবিরতি পরিকল্পনার প্রতি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার (৩ অক্টোবর) হামাস যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিয়েছে। এর কয়েক ঘণ্টা আগে ট্রাম্প সংগঠনটিকে রোববার পর্যন্ত সময়সীমা দিয়েছিলেন। এক বিবৃতিতে হামাস জানায়, তারা “প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবে বর্ণিত বিনিময় সূত্র অনুসারে প্রয়োজনীয় শর্ত মেনে সব ইসরায়েলি বন্দি (জীবিত কিংবা মৃত) ফেরত দিতে সম্মত হয়েছে।” একই সঙ্গে সংগঠনটি জানায়, মধ্যস্থতাকারীদের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত আলোচনায় যেতে...