০৪ অক্টোবর ২০২৫, ০৫:৪৩ পিএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ০৫:৪৩ পিএম তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে তিন দিনের কর্মসূচি রবিবার (৫ অক্টোবর) থেকে শুরু হচ্ছে। তিস্তা নদী রক্ষা আন্দোলন ব্যানারে এই কর্মসূচি লাগাতারভাবে ৩ দিন পালিত হবে। আগামী বছর জানুয়ারিতেই এই প্রকল্পের প্রথম ধাপের কাজ শুরু করতে হবে বলে আন্দোলনের ডাক দেওয়া সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে, শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে এক সংবাদ সম্মেলন থেকে সংগঠনের প্রধান সমন্বয়কারী, বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এসব কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে ৫ অক্টোবর রংপুর বিভাগের ৫ জেলায় পদযাত্রা ও জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান, ৯ অক্টোবর উপজেলা পর্যায়ে গণমিছিল ও গণসমাবেশ এবং ১৬ অক্টোবর নদী তীরবর্তী ১০ উপজেলার ১১টি...