ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় অবৈধভাবে রাস্তায় পার্কিং করে যানজট সৃষ্টি করার অভিযোগে পাঁচটি বাস জব্দ করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর দাউদকান্দি ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ৩ অক্টোবর শুক্রবার বিকেল চারটার দিকে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের দাউদকান্দি ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। মহাসড়কের পাশে যাত্রীসেবায় নিয়োজিত বাসগুলো দীর্ঘ সময় ধরে পার্কিং করে রাখায় তীব্র যানজটের সৃষ্টি হয়। জিজ্ঞাসাবাদে বাস গুলোর দায়িত্বে থাকা ব্যক্তিরা পার্কিংয়ের সঠিক কারণ দেখাতে ব্যর্থ হন। পরে কাগজপত্র যাচাই করে দেখা যায়, বাসগুলো সড়কে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ অবস্থায় পাঁচটি বাস জব্দ করে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,গৌরীপুর ও...