নেত্রকোনার কেন্দুয়ায় জামায়াতের নির্বাচন বিভাগের সভায় ইউনিয়ন যুবদলের সভাপতি হাবিবুর রহমান হবুলের নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। এতে জামায়াতের তিনজন আহন হন। হামলায় যুবদলের ১৫-২০ জন নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার সান্দিকোনা বাজারে উপজেলা জামায়াতের সভায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলা শহরে বিক্ষোভ করেন জামায়াতের নেতাকর্মীরা। স্থানীয় সূত্রে জানা যায়, সান্দিকোনা বাজারে উপজেলা জামায়াতের নেতাদের উপস্থিতিতে উপজেলা নির্বাচন বিভাগের সভা শুরু হয়। এর কিছুক্ষণ পরে ইউনিয়ন যুবদলের সভাপতি হাবিবুর রহমান হবুর নেতৃত্বে ১৫-২০ জন সশস্ত্র অবস্থায় সভায় হামলা করে। এতে ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাজহারুল ইসলাম শামীম, জামায়াত কর্মী শাহীন মিয়া ও নয়ন মিয়া আহত হন। তাদের মধ্যে শামীমকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে...