শুক্রবার হামাস বলেছে, তারা গাজায় আটক থাকা সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে ও তাদের মধ্যে যারা মারা গেছে, সেসব মৃতদেহ ফিরিয়ে দিতে প্রস্তুত। তবে তারা স্পষ্ট করে দিয়েছে, আলোচনার জন্য এখনো অনেক কিছু বাকি। হামাস প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি–পরিকল্পনার কিছু অংশের বিষয়ে সম্মত হয়েছে, যদিও তারা আগে প্রত্যাখ্যান করা নির্দিষ্ট কিছু বিষয়, যেমন গোষ্ঠীটির নিরস্ত্রীকরণের শর্ত, সেগুলো নিয়ে তাদের বক্তব্যে কিছু উল্লেখ করেনি। ট্রাম্প তাঁর ২০ দফা পরিকল্পনা মেনে নিতে হামাস ও ইসরায়েলকে জোরালো চাপ তৈরি করেন। তিনি বলেন, এই অগ্রগতি গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনাকে আগের চেয়ে আরও কাছে এনে দিয়েছে। তিনি ইসরায়েলকে ফিলিস্তিনিদের এই ভূখণ্ডে বোমা হামলা বন্ধ করারও দাবি জানান। তবে এখনো অনেক প্রশ্ন রয়ে গেছে। তাৎক্ষণিকভাবে পরিষ্কার করে বলা যাচ্ছে না যে গাজায় বিপুলসংখ্যক মানুষের চরম দুর্ভোগ নিয়ে আসা...