বিজিবি-৬ ও ভারতের ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত মেহেরপুরের মুজিবনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১০৫ এমপি’র নিকট বাংলাদেশের শূন্যরেখায় এ বৈঠক হয়।বিজিবির পক্ষে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (বিজিবি-৬ )-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান নেতৃত্ব দেন। এ সময় স্টাফ অফিসারসহ ১০ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। অপরদিকে বিএসএফের পক্ষে ১৬১ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী সুবাস চন্দ্র গাগুয়ার নেতৃত্বে স্টাফ অফিসারসহ ১৩ সদস্য অংশ নেন।বৈঠকের শুরুতে উভয় পক্ষের ব্যাটালিয়ন কমান্ডার পরস্পরকে স্বাগত জানান এবং কুশলবিনিময় করেন। এরপর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সীমান্তের সার্বিক পরিস্থিতি, সীমান্ত হত্যা বন্ধ, মানবপাচার প্রতিরোধ, অবৈধভাবে বাংলাদেশি নাগরিক পুশ-ইন বন্ধ, মাদক চোরাচালান রোধ ও সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।বৈঠকে বিএসএফের...