নিজস্ব প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হানিফ (৫৫) নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে ও টেঁটা দিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত হানিফ একই গ্রামের মৃত ইলা বেপারীর ছেলে। তিনি পেশায় গাড়িচালক ছিলেন এবং চার সন্তানের জনক। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে হানিফের সঙ্গে তার চাচাতো ভাইদের বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেলে হানিফ ও তার চাচাতো ভাইদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মৃত মিনা বেপারীর ছেলে স্বাধীন ওরফে সেন্টু (২৫) ও জাহাঙ্গীর (২০) ধারালো দা ও টেঁটা নিয়ে হানিফের ওপর হামলা চালায়। স্থানীয়রা গুরুতর...