জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম দাবি করেছেন, উপদেষ্টা পরিষদের অনেককেই বিশ্বাস করা তাদের জন্য বড় ভুল হয়েছে। কিছু উপদেষ্টার কারণে তারা প্রতারিত হয়েছেন এবং অচিরেই সেই ব্যক্তিদের নামও প্রকাশ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সম্প্রতি চ্যানেল একাত্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর ছাত্র প্রতিনিধিরা ড. ইউনূসের সরকারের সঙ্গে যুক্ত হন। পরে একজন পদত্যাগ করলে তরুণদের দল এনসিপি দায়িত্ব নেন। বর্তমানে উপদেষ্টা পরিষদে এখনও দুই জন আছেন। একজন সাংবাদিকের প্রশ্নে, ছাত্রদের উপদেষ্টা পদে বসানো কি ভুল হয়েছিল কি না, নাহিদ ইসলাম জানান, ছাত্ররা যদি...