নরসিংদীতে সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় অতিরিক্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) শামিম আনোয়ারের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়। আজ শনিবার (৪ অক্টোবর) দুপুরে পৌর শহরের আরশিনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহত অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ার জানান, সকালে তিনি নরসিংদী পৌর শহরে নিয়মিত টহল দিচ্ছিলেন। আরশিনগর এলাকা অতিক্রম করার সময় তিনি দুজনকে যানবাহন থেকে টাকা তুলতে দেখেন। তিনি তাদের কাছে টাকা তোলার কারণ জানতে চান এবং হাইকোর্টের নিষেধাজ্ঞার বিষয়টি উল্লেখ করেন। এই সময় হঠাৎ করে ৩০ থেকে ৩৫ জন লোক অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। শামিম আনোয়ার বলেন, ‘তারা আমাকে কিল-ঘুষি মারা শুরু করে। পরে আমাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। আমি সঙ্গে সঙ্গে অচেতন হয়ে যাই।’...