মাউন্ট মঙ্গানুইয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে সম্ভাবনা জাগিয়েও তিন অঙ্ক ছুঁতে পারেননি মিচেল মার্শ, করেছিলেন ৮৫। দ্বিতীয় ম্যাচ মাত্র ১৩ বল খেলার পর পন্ড হয়। তবে আজ সিরিজ নিজেদের করে নেওয়ার পথে মিচেল মার্শ আর ভুল করলেন না। খুনে ব্যাটিংয়ে প্রথমবার পেলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরির স্বাদ। টস হেরে আগে ব্যাট করে নিউজিল্যান্ড তোলে ১৫৬ রান। জবাবে মার্শের অপরাজিত ১০৩ রানে অস্ট্রেলিয়া জেতে ৩ উইকেট ও ২ বল হাতে রেখে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ১৯ ম্যাচ খেলে ১৬টি জিতল অস্ট্রেলিয়া। দুটি হেরেছে তারা, পরিত্যক্ত হয় একটি। লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২৮ রানে প্রথম উইকেট হারায় অজিরা। ট্রাভিস হেডকে (৮) বোল্ড করেন ডাফি। দ্বিতীয় উইকেটে ৩৪, তৃতীয় উইকেটে ১৮ রানের জুটি হয়। ম্যাথু শর্ট (৭), টিম ডেভিডরা (৩) তেমন কিছু...